IQNA

ভিডিও | ইমাম হুসাইন (আ.)এর মাজারের পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংস্কার

20:40 - November 06, 2020
সংবাদ: 2611768
তেহরান (ইকনা): ইমাম হুসাইন (আ.)এর মাযারে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংস্কার এবং বাঁধাই সেন্টারে অনেক প্রাচীন পাণ্ডুলিপি সংস্কার করা হয়েছে। এই সেন্টারের কর্মচারীগণ দীর্ঘ ১৭ বছর যাবত অত্যন্ত মনোযোগ সহকারে এখানে কাজ করছেন।

যখন ইমাম হুসাইন (আ.)এর মাযারে প্রবেশ করা হয়, তখন জিয়ারতনামা, দোয়ার বই এবং পবিত্র কুরআনের অসংখ্য পাণ্ডুলিপি দেখতে পাওয়া যায়। জিয়ারতকারীগণ এসকল পবিত্র গ্রন্থ পড়ে ইমাম হুসাইন ও তাঁর সাহাবিদের প্রতি নিজেদের ভক্তি ও ভালোবাসা প্রদর্শন করেন। অবশ্যই, এসকল পাণ্ডুলিপি অনবরত ব্যবহারের ফলে এগুলোর কভারগুলি ধীরে ধীরে পুরানো এবং জীর্ণ হয়ে যায়। এই কারণে, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের সচিবালয় এই পাণ্ডুলিপিগুলি সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য সংস্কার এবং বাঁধাই সেন্টারের কার্যক্রম চালু করেছে। iqna

 

captcha